Header Ads

Header ADS

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রশ্ন- ২০১৮

https://newshhj.blogspot.com/
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রশ্ন- ২০১৮


1.   7p2-p-4 এর একটি উৎপাদক হবে-
a)  7p
b)  8-7p
c)  7p-8
d)  p-4
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রশ্ন- ২০১৮
2.   ‘লম্ফ- প্রদান করিল’-এর চলিত রূপ কোনটি?
a)  লাফ প্রদান করিল
b)  লাফ দিল
c)  লম্ফ দিল
d)  লম্ফ প্রদান করল
3.   x+y= 12 x-y=8 হলে- xy- এর মান কত?
a)  60
b)  30
c)  20
d)  40
4.   The word American is
a)  pronoun
b)  both noun and adjective
c)  noun
d)  adjective
5.   দুটি সংখ্যার ল.সা.গু. এবং এর গুণফল সংখ্যা দুটির-
a)  ভাগ ফলের সমান
b)  গড়ের সমান
c)  কোনোটিই নয়
d)  গুণফলের সমান
6.   মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে
a)  টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
b)  বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়
c)  টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
a)  ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
7.   He is confident -- success.
b)  for
c)  with
d)  to
e)  of
8.   দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?
a)  দিনাজপুর
b)  নীলফামারী
c)  কুড়িগ্রাম
d)  লালমনিরহাট
9.   কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-
a)  ২৮০
b)  ২৯০
c)  ৩৬০
d)  ২৪০
10. What is the meaning of `White Elephant'?
a)  A very costly and troublesome possession
b)  A precious and rate possession
c)  An elephant of white colour
d)  A big elephant
11.  ‘দিবারাত্রির’ কাব্য কার লেখা?
a)  বন্দে আলী মিয়া
b)  গোলাম মোস্তফা
c)  সুফিয়া কামাল
d)  মানিক বন্ধ্যোপাধ্যায়
12. Choose the correct sentence.
a)  The man appears to be stronger than other living men.
b)  The man appears to be stronger than may living man.
c)  The man appears to be stronger than all other living man.
d)  The man appears to be stronger than any other living man.
13. কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য?
a)  আঙ্গিনা মসজিদ
b)  কার্জন হল
c)  লালবাগ কেল্লা
d)  জাতীয় সংসদ ভবন
14. মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a)  মনি +ঈষা
b)  মনস+ঈষা
c)  মনঃ+ঈষা
d)  মনী+ইষা
15. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা । কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুন হতো। বইটির মূল্য কত?
a)  ৪৬ টাকা
b)  ৪০ টাকা
c)  কোনোটিই নয়
d)  ৪৯ টাকা
16. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কি?
a)  জগদীশ পুর
b)  কামার পুর
c)  গোপাল পুর
d)  দরিরামপুর
17. তিস্তা নদীর উৎপত্তিস্থল -
a)  হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
b)  তিব্বতের মানস সরোবর
c)  সিকিমের পার্বত্য অঞ্চল
d)  লুসাই পাহাড়
18. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে-?
a)  ৩৬
b) 
c)  ১৬
d)  ২৫
19. The chairman and secretary -- present at last meeting.
a)  were
b)  is
c)  have
d)  was
20. Which one of the following is an adverb?
a)  someone
b)  somebody
c)  someday
d)  something
21. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a)  বিটপী
b)  শিখরী
c)  বনানী
d)  পাদপ
22. মুক্তযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকান্ড সংঘটিত হয়?
a)  ১৬ ডিসেম্বর ১৯৭১
b)  ২৫ মার্চ ১৯৭১
c)  ১৪ ডিসেম্বর ১৯৭১
d)  ১৬ এপ্রিল ১৯৭১
23. মানব দেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
a)  ২০ জোড়া
b)  ২৪ জোড়া
c)  ৩৯ জোড়া
d)  ২৩ জোড়া
24. Choose the correct sentence:
a)  Airport is a busy place.
b)  Airport is busy place.
c)  The Airport is a busy place.
d)  The Airport is busy place.
25. `ধীমান’ শব্দটির অর্থ কি?
a)  প্রজ্ঞাবান
b)  বুদ্ধিমান
c)  নিরীহ
d)  শান্ত
26. নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর-বহির্ভূত রাজস্ব?
a)  সম্পূরক শুল্ক
b)  টোল ও লেভি
c)  বাণিজ্য শুল্ক
d)  মূল্য সংযোজন কর
27. Which of the following sentences is correct?
a)  That shirt which he has bought is blue in colour.
b)  That shirt that which he bought is blue in colour.
c)  Which shirt he bought is blue in colour.
d)  The shirt which he bought is blue in colour.
28. বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে?
a)  বাংলা একাডেমি
b)  দি ইউনিভার্সিটি প্রেস লি.
c)  মু্ক্তিযুদ্ধ যাদুঘর
d)  বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
29. ইউরিয়া সার সর্বাধিক কতভাগ নাইট্রোজেন থাকে?
a)  ৪০%
b)  ৫০%
c)  ৪৬%
d)  ৫৫%
30.  এর সাথে কত যোগ করলে যোগফল  হবে?
a) 
b) 
c) 
d) 
31. ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি?
a)  অতিশয় অভদ্র
b)  অপদার্থ
c)  পার্থক্য
d)  অভদ্র
32. Which one of the following is a common gender?
a)  Teacher
b)  Book
c)  Boy
d)  Madam
33. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
a)  মালাক্কা প্রণালী
b)  হরমুজ প্রণালী
c)  পক প্রণালী
d)  জিব্রাল্টার প্রণালী
34. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
a)  WHO
b)  UNDP
c)  UNICEP
d)  UNESCO
পরবর্তী প্রশ্ন পেতে Follow করে সাথেই থাকুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.