Header Ads

Header ADS

শুক্রবার দিন ও রাতের ফজিলত

শুক্রবার দিন ও রাতের ফজিলত

শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত) রাত ও দিন সপ্তাহের রাত ও দিনগুলোর মধ্যে সর্বোত্তম বলে হাদীস শরীফে বর্ণিত আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, তোমরা উজ্জ্বল দিনে ও উজ্জ্বল রাতে অর্থাৎ শুক্রবার দিনে ও রাতে আমার ওপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। এ দিনের দরুদ শরীফ আমরা নিকট পাঠানো হয়। আর এতে করে আমলনামায় অধিক পুণ্য লেখা হয়। যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে দু ” রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতেহা একবার, আয়াতুলকুরসী একবার ও সূরা ইযাযুলযিলা তিনবার পাঠ করে, সালাম অন্তে ১০০ বার এ দোয়া “আল্লাহুম্মা ইন্নিআউবুবিকা মিন আযাবিল কবরে লা-ইলা-হা ইল্লা আন্তা” পড়ে, তবে আল্লাহতায়ালা তার কবরের চাপ নিষ্পেষণ ও অন্যান্য আযাব ক্ষমা করে দেবেন।
আল্লাহ্ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন।

আমিন।

No comments

Theme images by borchee. Powered by Blogger.